রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না। (তিরমিজি, হাদিস : ৮০৭)
রোজার ডাবল সাওয়াব আমরা সবাই অর্জন করতে চাই। নিজে রোজা রাখার পাশাপাশি আপনি যদি কারো একমাসের ইফতার করানোর দায়িত্ব নেন, তবে সহজেই আপনি ৬০টি রোজার সাওয়াব লাভ করতে পারেন।
আর আপনার এই নেকি হাসিলে সহযোগিতা করতে চায় রিকভারি ফাউন্ডেশন। অসহায়-দরিদ্রদের ঘরে ইফতারসামগ্রী পৌঁছানোর দায়িত্ব নিচ্ছি আমরা। আপনার সহযোগিতা কামনা করছি।
অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে ব্যবহার করুন : বিকাশ (পার্সোনাল): 01894694234
নগদ (পার্সোনাল): 01894656562
আপনারা যারা প্রবাসে রয়েছেন, তাদেরকেও অনুরোধ করছি, পরিচিতজনদের সাথে এই বার্তাটি শেয়ার করে সাহায্যের হাত বাড়ানোর জন্য।