তার হারিয়ে যাওয়া সেই সুস্থ স্বাভাবিক জীবন আবারো আসুক, এটাই আমাদের প্রার্থনা।
কিডনি ডিজেজে আক্রান্ত মোহাম্মদ সাইফুল ইসলাম (৩০) বাঁচতে চান, ফিরে পেতে চান আগেকার সুস্থ জীবন। তিনি উত্তর রফিকপুর বদু মাস্টার বাড়ির সন্তান। ২০২৩ সালে তার শরীরে ডায়াবেটিসের প্রকোপ দেখা দেয় এবং পাশাপাশি প্রায় সময় জ্বর এবং আনুসাঙ্গিক সমস্যা ছিল। এসব সমস্যা সমাধান হচ্ছিল না বলেই ডাক্তার এর পরামর্শে তাকে কিডনি বিশেষজ্ঞ এর কাছে নিয়ে যাওয়া হয়। এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে, ২০২৪ সালে তার কিডনিতে ড্যামেজ ধরা পড়ে। এরপর ঢাকা -চট্টগ্রাম বিভিন্ন হসপিটাল এ গিয়েও এই সমস্যার সমাধান করতে পারেননি তার পরিবার। যার কারণে ২০২৪ সালে চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে এই রোগের জন্য ঔষুধের কোর্স দেওয়া হয় যা শেষ করার পরে জানা যায় তার কিডনি প্রায় ড্যামেজড।
এখন পর্যন্ত সাইফুল ইসলামের এর চিকিৎসা খরচ বাবদ ০৮-১০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে তার পরিবার থেকে। বর্তমানে ডায়ালাইসিস এর মাধ্যমে তার কিডনি সচল রাখতে হচ্ছে। এরই জন্য তাদের প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকার মতো বড় মাপের এমাউন্ট খরচ করতে হয়। যা তাদের সাধ্যের উর্ধে। তার চিকিৎসক জানিয়েছেন সাইফুল ইসলামকে বাঁচাতে হলে শীঘ্রই তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।
বাংলাদেশে কিডনী ট্রান্সপ্লান্ট করার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন যা তার অসহায় পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পরেছে। একটি জলজ্যান্ত প্রাণ কী টাকার অভাবে নিস্প্রভ হয়ে যাবে? আপনাদের ছোট ছোট সহযোগিতায় হয়তো সাইফুল ইসলাম ফিরে পেতে পারে তার সুস্থ জীবন।
অভাবী মানুষকে সাহায্য করা অনেক সওয়াবের কাজ
‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)
‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)
মহানবী (সা.) বলেছেন, ‘সব মুমিন দেহের মতো। যখন তার চোখে যন্ত্রণা হয়, তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথাব্যথা হয়, তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে।’ (মুসলিম, হাদিস)
সাহায্য পাঠাতেঃ
অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে ব্যবহার করুন :
বিকাশ (পার্সোনাল): 01894694234
নগদ (পার্সোনাল): 01894656562
আপনারা যারা প্রবাসে রয়েছেন, তাদেরকেও অনুরোধ করছি, পরিচিতজনদের সাথে এই বার্তাটি শেয়ার করে সাহায্যের হাত বাড়ানোর জন্য।